বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

Bangladesh Government Logo

বরিশাল সিটি কর্পোরেশন

পরিস্কার পরিচ্ছন্ন বিষয়ক জরুরী বার্তা

প্রকাশ: ০৬ জুন, ২০২৫

সম্মানিত নগরবাসী ঈদ মুবারক। পবিত্র ঈদুল আযহায় মহান আল্লাহর সন্তুষ্টি ও রহমতের আশায় যারা পশু কুরবানি করছেন তাদের দৃষ্টি আকর্শন পূর্বক জানাচ্ছি যে বরিশাল সিটি কর্পোরেশনের প্রতি পশুর বিপরিতে একটি বর্জ্য অপসারণ ব্যগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার বরাদ্ধ করেছে। তাই সকলের প্রতি অনুরোধ, বরাদ্ধকৃত ব্যগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার ওয়ার্ড কার্যালয় থেকে সংগ্রহ করুন এবং পচ্ছিন্নতা কাজে সহায়তা করুন। কোন স্থানে বিকেল ৩ টার মধ্যে বর্জ্য অপসারণ না হলে ০১৮১৬৮৩৬১৬০, ০১৭১১১৭৬১২৫,০১৭১১০২১২৫৬ নম্বরে দ্রুত অবহিত করুন।