বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

Bangladesh Government Logo

বরিশাল সিটি কর্পোরেশন

বরিশালের ইতিহাস/লোকেশন/আয়তন

প্রকাশ: ২৪ মার্চ, ২০২৪

বরিশালের ইতিহাস/লোকেশন/আয়তন

নামকরণের ইতিহাস

বরিশালের নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। কিংবদন্তি থেকে জানা যায়, পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাতো; আর শাল গাছ থেকেই 'বরিশাল' নামের উৎপত্তি। 'আইতে শাল, যাইতে শাল / তার নাম বরিশাল' প্রবাদটি উল্লেখ্য। আবার, কেউ কেউ দাবি করেন যে, পর্তুগীজ বেরি ও শেলির প্রেমকাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে। অন্য এক কিংবদন্তি থেকে জানা যায়, গিরদে বন্দরে (গ্রেট বন্দর) ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল। ইংরেজ ও পর্তুগীজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে 'বরিসল্ট' বলতো। আবার, অনেকের ধারণা, এখানকার লবণের দানাগুলোর আকার বড় বড় ছিল বলে 'বরিসল্ট' বলা হতো। পরবর্তিতে এ শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামের উৎপত্তি হয়েছে।

সাধারণ ইতিহাস

বাকেরগঞ্জে ম্যাজিস্ট্রেসি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৭৯৭ সালে রেগুলেশন-৭ অনুযায়ী বাকলা-চন্দ্রদ্বীপ নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময়ের প্রভাবশালী জমিদার আগা বাকের খানের নামানুসারে এ জেলার নামকরণ হয়। ১৮০১ সালের ১লা মে স্যার জন শ্যোর এ জেলার সদর দপ্তর বর্তমানে বরিশাল শহরে স্থানান্তরিত করেন। পরবর্তীতে বরিশাল নামেই এ জেলা পরিচিতি পায়। ১৮১৭ সালে এই জেলা একটি কালেক্টরেটে পরিণত হয়। ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয়। যে চারটি কালেক্টরেট নিয়ে ঢাকা বিভাগ বা কমিশনারশিপ গঠিত এটি তারই একটি। এটি কলকাতা থেকে প্রায় ১৮০ মাইল পূর্বে অবস্থিত ছিল। সেসময় জেলার আয়তন ছিল ৪,০৬৬ বর্গমাইল (১৮৭২ সাল অনুসারে) যা বর্তমান মাদারীপুর, বরিশাল, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলা জুড়ে বিস্তৃত ছিল। ১৮৭৪ সালের ১৭ সেপ্টেম্বর প্রকাশিত 'Calcutta Gadget' থেকে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সীমানার উল্লেখ পাওয়া যায়, তাতে বলা হয়, "বিশদভাবে এই জেলার উত্তরে ফরিদপুর, পশ্চিমে ফরিদপুর ও বলেশ্বর নদী যা যশোর থেকে পৃথক করেছে, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে মেঘনা নদী ও এর মোহনা।"

যে গঙ্গা বা পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনার সম্মিলিত জলরাশি বাহিত পলিমাটি দ্বারা গঠিত ব-দ্বীপের নিম্নভাগে এ জেলার অবস্থান, আর এটি ২১ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯ ডিগ্রি থেকে ৯১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। সংক্ষেপে এর সীমারেখা হচ্ছে: উত্তরে ফরিদপুর, পশ্চিমে ফরিদপুর ও বালেশ্বর নদী ( এ নদী জেলাটিকে যশোর থেকে পৃথক করেছে), দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে মেঘনা ও তার মোহনা। উত্তর থেকে দক্ষিণে এ জেলার দৈর্ঘ্য হচ্ছে প্রায় ৮৫ মাইল আর দক্ষিণ শাহবাজপুর দ্বীপসহ এর প্রশস্ততা হচ্ছে প্রায় ৬০ মাইল। এর আয়তন হচ্ছে প্রায় ৪,৩০০ বর্গমাইল।

এ জেলায় গ্রাম ও শহরের সংখ্যা ৩৩১২ টি হবে বলে মনে হয়। ভূমি রাজস্ব হচ্ছে প্রায় ১৩ লাখ ৭০ হাজার রুপি (১৩৭,০০০ পাউন্ড) এবং সব উৎস থেকে প্রাপ্ত মোট রাজস্বের পরিমাণ হচ্ছে ১৬ লাখ রুপি। স্থানীয় প্রশাসনের ব্যয় তিন লাখেরও কম।

প্রশাসনিক এলাকাসমূহ

বরিশাল জেলা ৩০ ওয়ার্ডবিশিষ্ট ১টি সিটি কর্পোরেশন, ১০টি উপজেলা, ১৪টি থানা, ৬টি পৌরসভা, ৮৭টি ইউনিয়ন ও ৬টি সংসদীয় আসন নিয়ে গঠিত।

উপজেলাসমূহ

বরিশাল জেলায় মোট ১০টি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হল:

ক্রম নংউপজেলাআয়তন
(বর্গ কিলোমিটারে)
প্রশাসনিক থানাআওতাধীন এলাকাসমূহ
০১আগৈলঝাড়া১৫৫.৪৭আগৈলঝাড়াইউনিয়ন (৫টি): রাজিহার, বাকাল, বাগধা, গৈলা এবং রত্নপুর
০২উজিরপুর২৪৮.৩৭উজিরপুরপৌরসভা (১টি): উজিরপুর
ইউনিয়ন (৯টি): সাতলা, হারতা, জল্লা, ওটরা, শোলক, বরাকোঠা, বামরাইল, শিকারপুর উজিরপুর এবং গুঠিয়া
০৩গৌরনদী১৫০.৫৪গৌরনদীপৌরসভা (১টি): গৌরনদী
ইউনিয়ন (৭টি): খাঞ্জাপুর, বার্থী, চাঁদশী, মাহিলাড়া, নলচিড়া, বাটাজোর এবং সরিকল
০৪বরিশাল সদর৩২৪.৪১কাউনিয়াওয়ার্ড (৬টি): বরিশাল সিটি কর্পোরেশনের ১নং, ২নং, ৩নং, ৪নং, ৫নং এবং ৭নং ওয়ার্ড
ইউনিয়ন (৩টি): চর বাড়িয়া, সায়েস্তাবাদ এবং চর মোনাই
কোতোয়ালীওয়ার্ড (২০টি): বরিশাল সিটি কর্পোরেশনের ৬নং, ৮নং, ৯নং, ১০নং, ১১নং, ১২নং, ১৩নং, ১৪নং, ১৫নং, ১৬নং, ১৭নং, ১৮নং, ১৯নং, ২০নং, ২১নং, ২২নং, ২৩নং, ২৪নং, ২৫নং এবং ২৬নং ওয়ার্ড
ইউনিয়ন (১টি): জাগুয়া
বন্দরইউনিয়ন (৪টি): চর কাউয়া, চাঁদপুরা, টুঙ্গিবাড়িয়া এবং চন্দ্রমোহন
বিমানবন্দরওয়ার্ড (৪টি): বরিশাল সিটি কর্পোরেশনের ২৭নং, ২৮নং, ২৯নং এবং ৩০নং ওয়ার্ড
ইউনিয়ন (২টি): রায়পাশা কড়াপুর এবং কাশীপুর
০৫বাকেরগঞ্জ৪১১.৩৬বাকেরগঞ্জপৌরসভা (১টি): বাকেরগঞ্জ
ইউনিয়ন (১৪টি): চরামদ্দি, চরাদি, দাড়িয়াল, দুধল, দুর্গাপাশা, ফরিদপুর, কবাই, নলুয়া, কলসকাঠী, গারুড়িয়া, ভরপাশা, রঙ্গশ্রী, পাদ্রি শিবপুর এবং নিয়ামতি
০৬বানারীপাড়া১৩৪.৩১বানারীপাড়াপৌরসভা (১টি): বানারীপাড়া
ইউনিয়ন (৮টি): বিশারকান্দি, ইলুহার, সৈয়দকাঠী, চাখার, সলিয়াবাকপুর, বাইশারী, বানারীপাড়া এবং উদয়কাঠী
০৭বাবুগঞ্জ১৬৪.৮৮বাবুগঞ্জইউনিয়ন (৩টি): জাহাঙ্গীরনগর, কেদারপুর এবং দেহেরগতি
বিমানবন্দরইউনিয়ন (৩টি): চাঁদপাশা, রহমতপুর এবং মাধবপাশা
০৮মুলাদী২৬০.৮৫মুলাদীপৌরসভা (১টি): মুলাদী
ইউনিয়ন (৭টি): বাটামারা, নাজিরপুর, সফিপুর, গাছুয়া, চর কালেখাঁ, মুলাদী এবং কাজিরচর
০৯মেহেন্দিগঞ্জ৪১৮.৯৭কাজিরহাটইউনিয়ন (6টি): আন্ধারমানিক, লতা, বিদ্যানন্দপুর, ভাষাণচর, দড়িরচর খাজুরিয়া এবং জয়নগর
মেহেন্দিগঞ্জপৌরসভা (১টি): মেহেন্দিগঞ্জ
ইউনিয়ন (১০টি): চর এককরিয়া, উলানিয়া, মেহেন্দিগঞ্জ, চর গোপালপুর, জাঙ্গালিয়া, আলিমাবাদ, চানপুর, গোবিন্দপুর, শ্রীপুর এবং জয়নগর
১০হিজলা৫১৫.৩৬হিজলাইউনিয়ন (৬টি): হরিনাথপুর, মেমানিয়া, গুয়াবাড়িয়া, বড়জালিয়া, হিজলা গৌরাব্দি এবং ধুলখোলা

সংসদীয় আসন

সংসদীয় আসনজাতীয় নির্বাচনী এলাকা[৪]সংসদ সদস্য[৫][৬][৭][৮][৯]রাজনৈতিক দল
১১৯ বরিশাল-১আগৈলঝাড়া উপজেলা এবং গৌরনদী উপজেলাআবুল হাসনাত আবদুল্লাহবাংলাদেশ আওয়ামী লীগ
১২০ বরিশাল-২উজিরপুর উপজেলা এবং বানারীপাড়া উপজেলাশাহে আলম তালুকদারবাংলাদেশ আওয়ামী লীগ
১২১ বরিশাল-৩বাবুগঞ্জ উপজেলা এবং মুলাদী উপজেলাগোলাম কিবরিয়া টিপুজাতীয় পার্টি
১২২ বরিশাল-৪হিজলা উপজেলা এবং মেহেন্দিগঞ্জ উপজেলাপংকজ নাথবাংলাদেশ আওয়ামী লীগ
১২৩ বরিশাল-৫বরিশাল সদর উপজেলাজাহিদ ফারুক শামীমবাংলাদেশ আওয়ামী লীগ
১২৪ বরিশাল-৬বাকেরগঞ্জ উপজেলানাসরীন জাহান রত্নাজাতীয় পার্টি

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরিশাল জেলার মোট জনসংখ্যা ২৩,২৪,৩১০ জন। এর মধ্যে পুরুষ ১১,৩৭,২১০ জন এবং মহিলা ১১,৮৭,১০০ জন। মোট পরিবার ৫,১৩,৬৭৩টি।[১০]

শিক্ষা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরিশাল জেলার সাক্ষরতার হার ৬১.২%।[১০]

শিক্ষা প্রতিষ্ঠান

  1. উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল
  2. বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট
  3. সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ
  4. ব্রজমোহন কলেজ
  5. শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
  6. শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম)
  7. বরিশাল বিশ্ববিদ্যালয়
  8. বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ
  9. বরিশাল সরকারি মহিলা কলেজ
  10. সরকারি বরিশাল কলেজ
  11. আলেকান্দা সরকারি কলেজ, বরিশাল
  12. বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
  13. বরিশাল মডেল কলেজ
  14. জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া বরিশাল
  15. শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়
  16. বরিশাল জিলা স্কুল
  17. বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
  18. শহীদ আরজুমনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়
  19. চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া
  20. ব্রজমোহন মাধ্যমিক বিদ্যালয়
  21. বরিশাল কালেক্টরেট মাধ্যমিক বিদ্যালয়
  22. এস.সি.জি.এস মাধ্যমিক বিদ্যালয়
  23. টাউন মাধ্যমিক বিদ্যালয়
  24. কামারখালি কে এস ইউ মাধ্যমিক বিদ্যালয়
  25. আলহাজ্ব হযরত আলি ডিগ্রি কলেজ
  26. মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়
  27. আছমত আলী মাধ্যমিক বিদ্যালয়
  28. নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়
  29. ব্যাপ্টিষ্ট মিশন বালক মাধ্যমিক বিদ্যালয়
  30. হানুয়া লক্ষ্মীপাশা মুহাম্মাদিয়া আলিম মাদ্রাসা (কবাই,