বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

Bangladesh Government Logo

বরিশাল সিটি কর্পোরেশন

ডেংগু রোধে নগরবাসীর করণীয়

প্রকাশ: ১৬ জুন, ২০২৫

বর্তমানে সারাদেশে ডেংগু  প্রকট আকার ধারণ করেছে। এডিস মশা ডেংগু ভাইরাসের একমাত্র বাহক। এডিস মশা ভোরে এবং সন্ধ্যায আক্রমন করে। এডিস মশা নিয়ন্ত্রণ, ডেংগু প্রতিরোধের প্রধান উপায়। বাড়ির ভিতর/বাহির/ছাদ এবং আনাচে-কানাচে ও আঙিনা পরিষ্কার রাখুন । বাড়ির আশপাশের ঝোপঝাড় শালো  ড্রেন , নর্দমা, ডোবা নিয়মিত পরিস্কার  করুন। ব ̈বহার যোগ ̈ পাত্রসমূহে (যেমনঃ বালতি, ডধাম, ফুলের ও গাছের টব, ফ্রিজ এবং এয়ার কন্ডিশনারের নীচের পানি ভর্তি পাত্র ইত্যাদি) পানি জমে না থাকে সেদিকে লক্ষে ̈ রাখুন। অব ̈বহৃত গাড়ির টায়ার, র্মাণকাজে ব ̈বহৃত চৌবাচ্চা, পরিত ̈৩ টিনের কৌটা, প্লাষ্টিকের বোতল, গাছের কোটর, পরিত ̈৩ হাড়ি, ডাবের খোসা ইত্যাদি  দিতে যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষে ̈ রাখুন এবং প্রয়োজনে অপসারণ করুন।  অব্যাবহৃত টয়লেটের কমড, মগ, বালতি নিয়মিত পরিস্কার করুন। এডিস মশা নিয়ন্ত্রণের জন ̈ সকল নাগরিকের  সহযোগীতা একান্ত প্রয়োজন। *