বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

Bangladesh Government Logo

বরিশাল সিটি কর্পোরেশন

নতুন বরিশাল গড়ার অঙ্গীকার, জয় হোক শেখ হাসিনার

প্রশাসনিক শাখা

প্রকাশ: ২৬ মার্চ, ২০২৪

 

  1.  সিটি কর্পোরেশনে নিয়োজিত সকল কর্মকর্তা/কর্মচারীর সার্ভিস ফাইল, চাকুরী বহির যাবতীয় কাজ যেমন- বার্ষিক বর্ধিত বেতন প্রদান, শ্রান্তি বিনোদনভাতা প্রদান ও টাইমস্কেল প্রদানের যাবতীয় কাজ সম্পাদনসহ, নথিতে উপস্থাপন, চাকুরী বহিতে রেকর্ডভূক্ত করণ, এসিআর, ছুটির হিসাব ও ছুটি প্রদান, ইত্যাদি কাজ করা হয়।

  2.  কর্মকর্তা/কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি প্রদান, বদলী, কারণ দর্শানো, সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলা রুজু ইত্যাদি কাজ সম্পাদন করা হয়।

  3.  সম্মানিত মেয়র, প্যানেল মেয়র, কাউন্সিলরবৃন্দ এবং কর্মকর্তা/কর্মচারীদের বিদেশ গমনের নথি, প্রশিক্ষণ, বিভিন্ন ওয়ার্কসপে যোগদান সংক্রান্ত নথির কাজ করা হয়।

  4.  বিভিন্ন জাতীয় দিবসসহ সিটি কর্পোরেশনের অন্যান্য অনুষ্ঠানের দাওয়াত কার্ড বিতরন, কার্ডের তালিকা প্রস্তুতকরন ও বিতরন এবং অনুষ্ঠানের তত্ত¡াবধান সংক্রান্ত কাজ পরিচালনা করা হয় ।

  5.  সিটি কর্পোরেশনের পরিষদের মাসিক সভা, জরুরী সভা, অন্যান্য সভা ও মিটিং এর কাজ বাস্তবায়ন করা হয়।

  6.  সরকারি, বে-সরকারি অফিসের চিঠিপত্র গ্রহণ, ইস্যু, বিভিন্ন শাখায় প্রেরনের কাজ করা হয়।

  7.  মন্ত্রণালয়ের চিঠিপত্র গ্রহণ ও প্রেরণসহ মন্ত্রণালয় ও অন্যান্য অফিস কর্তৃক চাহিত তথ্যাবলী প্রেরণ এবং যাবতীয় কার্যক্রম সম্পাদন করা হয়।

  8.  কর্মকর্তাদের টেলিফোন সংযোগ, উহার বিল পরিশোধ, ইন্টারনেট বিল পরিশোধ সংক্রান্ত নথির কাজ করা হয়।

  9.  মাননীয় মেয়র মহোদয়ের ডি,ও, বিভিন্ন মিটিং এর রেজুলেশন প্রস্তুত/মুদ্রন সংক্রান্ত কাজসহ বিভিন্ন তথ্যের নথির কাজ করা হয়।

  10.  জরুরী বিষয়ে মহানগরী এলাকায় মাইকিং, তোরন-ফেষ্টুন ব্যবহারের অনুমতি, টাউনহল রিজার্ভেশন, রেষ্ট হাউজ পরিচালনার কাজ করা হয়।

  11.  মসজিদ মাদ্রাসার বিভিন্ন অভিযোগ, তালাক সংক্রান্ত নথি, বিধবা ভাতা প্রদান, ত্রান ও বিভিন্ন অনুদানের নথির কাজ করা হয়।

  12.  প্রশাসনিক আদেশের বিভিন্ন চিঠি কম্পিউটার কম্পোজ/প্রস্তুত করা এবং উহা বিলির ব্যবস্থা করা হয়।
    উর্ধতন কর্তৃপক্ষ কর্তৃক যখন যে কাজ আদেশ/নির্দেশ প্রদান করা হয় তা তাৎক্ষনিক পালন করা হয়

  13. অফিস সহকারী কাম-ডাটা এন্ট্রি অপারেটর

  14.  সংশ্লিষ্ট কাউন্সিলর কার্যালয়ের আওতাধীন অঞ্চলের বিভিন্ন তথ্য সংগ্রহ ও সংরক্ষণ (ডাটা-এন্ট্রি) করা।

  15.  কাউন্সিলর এর অফিসিয়াল কাজে সহায়তা করা এবং কর্পোরেশনের সাথে যোগাযোগ রক্ষা করে প্রদত্ত আদেশ পালন করা।

  16.  নাগরিক সনদপত্র ও ওয়ারিশ সনদপত্র ওয়ার্ডের জনসাধারনকে প্রদান সহ কাজে সহায়তা করা।

  17. সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের বিভিন্ন অভিযোগ গ্রহণ ও কাউন্সিলর সাহেবকে অবহিত করা।

  18. বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে এলাকাবাসীর সমস্যা সংগ্রহ ও ব্যবস্থা গ্রহনের জন্য কাউন্সিলরকে অবহিত করা।

  19. এলাকার পয়ঃনিস্কাশন, পরিস্কার পরিচ্ছন্নতা সম্পর্কে তদারকী ও উহার প্রয়োজনীয় কার্যক্রম অফিসকে অবহিত করা।

  20. এলাকায় বিজলী বাতি সংক্রান্ত অভিযোগ অফিসকে অবহিত করা।

  21. প্লান বিহীন ও হোল্ডিং বিহীন ইমারতের রিপোর্ট অফিসে দাখিল সহ অবহিত করা।

  22. কর আদায়, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য রাজস্ব আদায় সংশ্লিষ্টদের কাজে সহায়তা করা।

  23. সালিস সংক্রান্ত কাজে কাউন্সিলর মহোদয়কে সহযোগিতা সহ বাদী বিবাদীকে নোটিশ প্রদান করা ও নথি-পত্র সংরক্ষণ করা।

  24. সরকারি বিধি ও সময়সূচী অনুযায়ী কাউন্সিলর কার্যালয়ে উপস্থিত থাকা।

  25. উর্ধতন কর্মকর্তা কর্তৃক বিভিন্ন সময় প্রদত্ত নির্দেশ পালন করা।

 

দায়ত্বিপ্রাপ্ত র্কমর্কতা

মোঃ আলমগীর হোসনে
প্রশাসনিক র্কমর্কতা (চঃদা)
মোবাইল: ০১৭১৪৬৬৮৬০০
ই-মইেল- ao.bcc@gmail.com