বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

Bangladesh Government Logo

বরিশাল সিটি কর্পোরেশন

প্রকৌশল বিভাগ

প্রকাশ: ২৬ মার্চ, ২০২৪

  1. সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কাজের পরিকল্পনা গ্রহণ করে সম্ভ্যতা জরীপ সমাপ্ত করে গৃহিত প্রকল্পের ডিজাইন প্রস্তুত করা এবং প্রস্তুতকৃত ডিজাইন অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাক্কলন প্রস্তুত করা।

  2. সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কাজের ডিপিপি প্রস্তুত করে মন্ত্রণালয়ে দাখিল করা এবং তা অনুমোদনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা।

  3. সকল পূর্ত কাজ বাস্তবায়নের জন্য দরপত্র আহবান, গ্রহণ, কার্যাদেশ প্রদান সম্পন্ন করে কাজ বাস্তবায়নের সকল কার্যক্রম সম্পন্ন করা।

  4. সকল চলমান/নির্মানাধীন উন্নয়নমূলক কাজ সিডিউল সম্মতভাবে সম্পাদনের লক্ষ্যে কাজ তদারকী করা।

  5. সম্পদিত প্রকল্পসমূহের পি.সি.আর. (PCR) প্রস্তুত করে মন্ত্রণালয়ে দাখিল করা।

  6. সমাপ্তকৃত কাজের পরিমাপ গ্রহণ পূর্বক বিল প্রস্তুত করা।

  7. উন্নয়নমূলক সকল প্রকল্প অনুমোদনের নিমিত্বে এবং মন্ত্রণালয়ের চাহিদা মোতাবেক উন্নয়নমূলক কাজের তথ্য যথারিতী মন্ত্রণালয়ে প্রেরণ।

  8. উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য ঠিকাদারের নিবন্ধের কাজ সম্পন্ন করা।

  9. বরিশাল সিটি কর্পোরেশনের অন্তর্গত সকল অবকাঠামোর প্লান অনুমোদন করা।

  10. সিটি কর্পোরেশনের অবৈধ অবকাঠামো অপসারনের ব্যবস্থা গ্রহণ করা।

  11. সিটি কর্পোরেশনের বিভিন্ন ফুটপাথ ও রাস্তা অবৈধ দখলদারীদের দখলমুক্ত করা।

  12. সিটি কর্পোরেশনের মালিকানাধীন সম্পত্তিসমূহের জরীপ, রক্ষণা-বেক্ষণ ও সীমানা নির্ধারনের কাজ সম্পাদন করা।

  13. সিটি কর্পোরেশনের সকল ধরনের যানবাহন রক্ষণাবেক্ষণ করা।

  14. মাননীয় মেয়র মহোদয়/উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অন্যান্য সকল কার্যক্রম
    সম্পাদন করা।

 

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

আবদুল মোতালেব হাওলাদার
নিবার্হী প্রকৌশলী
মোবাইলঃ+৮৮০১৭০৮১০৭৯০৭
engr.motaleb67@gmail.com

মোঃ হুমায়ুন কবির
নিবার্হী প্রকৌশলী
+৮৮০১৭১৭৭৩৩২৭০
humayun04323@gmail.com

মোঃ আবুল বাশার
নিবার্হী প্রকৌশলী
+৮৮০১৭২২৯৫৫৮৪৮
basharxenbcc@gmail.com