বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি শহর যা প্রাচ্যের ভেনিস নামে পরিচিত। পদ্মা সেতুর অবদানে এই শহরটি হয়ে উঠবে দেশের অন্যতম একটি ব্যাবসায়িক কেন্দ্র। বৈচিত্রের বরিশালে চলে আসবে আধুনিকতার রূপ। নদী মাতৃকতার স্বাদ পেতে বরিশাল ঘুরে দেখতে ছুটে আসবে হাজারো পর্যটক। এমন অনেক সম্ভাবনায় ঘেরা আগামীর বরিশাল গড়তে কাজ করে যাচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন-বিসিসি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে আমরা বদ্ধ পরিকর।
আপনারা অবগত আছেন যে, এই শহরে আমাদের রয়েছে হাজারো সমস্যা। যার মধ্যে ড্রেনেজ ব্যবস্থা, পানি সরবরাহ, বিদ্যুত সরবরাহ, যোগাযোগ ব্যবস্থা, উন্নত চিকিৎসা, মানসম্মত শিক্ষা, বেকারত্ব, মাদকাসক্তি ও বিনোদন বিশেষ উল্লেখযোগ্য। গত ২৩ অক্টোবর ২০১৮ সালে আমি শপথ গ্রহণের মাধ্যমে বরিশাল সিটি কর্পোরেশন-বিসিসি এর মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরবাসীদের সাথে নিয়ে এই সকল সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি। বরিশাল সিটি কর্পোরেশন-বিসিসি কর্তৃক প্রতিটি প্রকল্প বা কার্যক্রম বাস্তবায়িত হবার পূর্বে নগরবাসীর সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।
ইতিমধ্যে বরিশাল শহরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীকে সাথে নিয়ে “শহর রাখবো পরিষ্কার গড়বো পরিচ্ছন্ন বরিশাল” এই শ্লোগানে ৩০ টি ওয়ার্ডে মাস ব্যাপি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, নগর ভবনের পরিচ্চন্নতা কর্মী সহ প্রতিটি ডিপার্টমেন্টের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের পরিচয়পত্র প্রদানের মাধ্যমে কর্মচারীদের একটি সুনির্দৃষ্ট তালিকায় অন্তর্ভুক্ত করা, বিসিসি এর বিভিন্ন খাতে ব্যবস্থাপনা খরচ অর্ধেকে নিয়ে আসা, রাজস্ব ও একাউন্টস অটোমেশন করতে ব্যবস্থা গ্রহণ, নগরীকে ডিজিটাল হিসেবে গড়ে তুলতে কর্ম পরিকল্পনা গ্রহণ সহ বাস্তবমুখী কর্মপন্থা গ্রহণ করি।
এই শহর আমার, আপনার এবং আমাদের সকলের তাই দায়িত্বও আমাদের। প্রতিটি নাগরিকরের মতামত এবং সহায়তায় গড়ে তুলতে চাই আগামীর বরিশাল।
আমি, আপনি এবং আমরা সবাই মিলে গড়ে তুলব সমৃদ্ধির বরিশাল।
আমরাই গড়বো আগামীর বরিশাল।
বরিশাল আমাদের শহর তাই এই শহরকে সুন্দর ও সমৃদ্ধশীল হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
তাই আসুন,
নিয়মিত সিটি কর ও পানির বিল পরিশোধ করি।
সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে/ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলি।
আমাদের বাড়ির আঙ্গীনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি ।
ভবন/বাড়ীর সামনে নিজস্ব বাড়ীর হোল্ডিং নম্বর ব্যবহার করি।
সিটি কর্পোরেশন অনুমোদিত প্লান ছাড়া অবকাঠামো/ইমারত নির্মাণ থেকে বিরত থাকি।
অনুমোদিত প্লানের শর্তসমূহ যথাযথ ভাবে মেনে নির্মাণ কাজ করি।
ফুটপাত অবৈধ দখল থেকে বিরত থাকি, জনগণের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত রাখি।
রাস্তায় যত্রতত্র নির্মাণ সামগ্রী ও অবৈধ দোকান-পাট রেখে চলাচলের বিঘ্ন সৃষ্টি করা থেকে বিরত থাকি।
নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নিয়মিত নবায়ন করি এবং ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করি।
প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঝুড়ি/ডাস্টবিন ব্যবহার করি।
নিজস্ব জন্ম নিবন্ধন সনদ গ্রহন করি ও মৃত্যু সংবাদ সিটি কর্পোরেশনে নিবন্ধন করি।
খাল এবং নদী দূষন থেকে বিরত থাকি।
আমাদের বাড়ির আঙ্গীনার খোলা জায়গায় বৃক্ষ রোপন করি।
আমি, আপনি এবং আমরা সবাই মিলে গড়ে তুলব আগামীর বরিশাল।
আমরাই গড়বো আগামীর বরিশাল।