
বরিশাল সিটি কর্পোরেশন: মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ এর উদ্যোগে করোনা ভাইরাসের কারনে সৃষ্ট সংকট মোকাবেলায় কর্মহীন, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন।

আজ নগরীর কলাপট্টি, শিশুপার্ক কলোনী, কসাইখানা ও পলাশপুরের প্রায় ২১ শত নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের নির্দেশে গত সোমবার থেকে শুরু হওয়া এই কর্মসূচীর মাধ্যমে আজকে পর্যন্ত প্রায় ৬ হাজার পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে যা নগরীর সকল ওয়ার্ডে দেয়া হবে।

করোনা ভাইরাসে আতংকিত না হয়ে, সচেতন হোন। ঘরে অবস্থান করুন। নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন।
Note: বরিশাল সিটি কর্পোরেশন, Barisal City Corporation