বরিশাল সিটি কর্পোরেশন আমরাই গড়ব আগামীর বরিশাল

২৬ মার্চ স্বাধীনতা উৎসব উপলক্ষে বিশেষ নোটিশ

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর অর্জিত হয়েছে স্বাধীন-সার্বভৌম ‘বাংলাদেশ’। এ বছরের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ রাত ৮ঃ৩০ মিনিটে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে ও সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় কীর্তনখোলা নদীর তীরে প্রথমবারের মতো “২৬ মার্চ স্বাধীনতা উৎসব” এর আয়োজন করা হয়েছে। যেখানে আতশবাজিতে বর্ণিল হবে বরিশালের আকাশ। কীর্তনখোলা নদীর চারপাশ থেকে বিশেষ করে মুক্তিযোদ্ধা পার্ক, ত্রিশ গোডাউন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু, লঞ্চঘাট থেকে উপভোগ করা যাবে এই উৎসব।

উক্ত আয়োজনে আপনার সবান্ধব উপস্থিতি প্রত্যাশা করেছেন মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।