হিসাব বিভাগ


হিসাব বিভাগের কাজের তালিকা:

 ক্যাশ বই লেখা, চেক লেখা, বিবিধ চালান পাশ করা ও রেজিষ্টারভূক্ত করা।
 বিভিন্ন ভাউচার সংরক্ষণ করা।
 প্রস্তাবিত বাজেট ও সংশোধিক বাজেট প্রনয়ন করা।
 কর্মকর্তা/কর্মচারীদের বেতন বিল প্রস্তুত ও পরিশোধ, কন্টিভিউটরী (সি,পি,এফ) বিল প্রস্তুত করা।
 ঠিকাদারী নথি লেখা ও উপস্থাপন করা, চেকের মাধ্যমে টাকা পরিশোধ সংক্রান্ত কাজ করা।
 ভ্যাট, আয়করের চালান লেখা ও সংশ্লিষ্ট খাতে জমা করা।
 নিরীক্ষার কাজ করা এবং টেন্ডার সিডিউল বিক্রয় করা।
 অনুদানের নথির কাজ ও খয়রাতী সাহায্য প্রদান সংক্রান্ত কাজ।
 কর্মকর্তা/কর্মচারীদের ব্যক্তিগত নথি পরীক্ষাসহ গ্রাচ্যুয়িটি ও লামগ্রান্ডের টাকা পরিশোধ করা।
 সিটি কর্পোরেশনের অনুকুলে বিভিন্ন ব্যাংকে জমাকৃত টাকার হিসাব রক্ষনা-বেক্ষন করা।