মধ্য-মেয়াদী কর্মপরিকল্পনা


মধ্য-মেয়াদী (পাঁচ বছর) কার্যক্রমসমূহঃ ২০১৮-২০২৩
১। নগরীর ৪৩ টি খাল পুনঃখনন করা; নগরীর গুরুত্বপূর্ন ৫ টি খালের পাড় সংরক্ষণ, ওয়াক ওয়ে, বাই-সাইকেল লেন ও লিনিয়ার পার্ক নির্মাণ।
২। জেলখালের পাড় ধরে ‘‘নথুল্লাবাদ- মোড়কখোলা- কাউনিয়া প্রধান সড়ক-নাজিরের পুল- পোর্টরোড’’ পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ।
৩। জেলখালে উপর ০৪ টি আধুনিক ব্রীজ নির্মাণ ও ডধঃবৎ ইঁং চালু করা।
৪। নতুন বাজারের কাঁচা বাজার টি স্থানান্তর করে নতুন বাজার ব্রীজের ঢালে লাকুটিয়া সড়কের পাশে (জেল খানার জায়গায়) আধুনিক মার্কেট নির্মাণ করা ও নতুন বাজারের যানজট নিরসন করা।
৫। নগরীর গড়িয়ারপাড়ে আন্তর্জাতিক মানের কেন্দ্রীয় বাস টার্মিণাল নির্মাণ।
৬। নগরীর নথুল্লাবাদ বাস টার্মিণালের জায়গায় আধুনিক নগর ভবন ও প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয় নির্মাণ।
৭। নগরীর হাতেম আলী চৌমাথায় আধুনিক বহুতল মার্কেট নির্মাণ।
৮। নগরীর আমানতগঞ্জে আধুনিক কমিউনিটি সেন্টার কাম বহুতল মার্কেট নির্মাণ।
৯। কীর্তনখোলা নদীর পাড়ে অসমাপ্ত শহর রক্ষা বাঁধ কাম রিং রোড তৈরী ও লিনিয়ার পার্ক নির্মাণ।
১০। বিসিক (টেক্টাইল) মোড়ে আধুনিক বহুতলা মার্কেট ও খেলার মাঠ নির্মাণ। এছাড়া নথুল্লাবাদ ও কাশিপুর এলাকায় বহুমুখী নিউমার্কেট গড়ে সদর রোড ও চকবাজার এলাকার চাপ/যানজট কমিয়ে আনা।
১১। নগরীর বর্ধিত এলাকায় দুইটি মুসলিম গোরস্থান ও ১টি শ্মশান তৈরী।
১২। চাদমারী, কেডিসি, বদ্ধভুমি, ত্রিশ গোডাউন এলাকাকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা
১৩। জলাশয় ভরাট বন্ধ করা এবং সেগুলোকে প্রাকৃতিক জলাধার বানানোর উপযোগিতা তৈরী করা।
১৪। নগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ/পার্ক নির্মাণ।
১৫। বর্জ্য ব্যবস্থাপনা ঃ পর্যাপ্ত গন-সচেতনতা মুলক প্রোগ্রাম; আধুনিক ডধংঃব জবপুপষরহম নিশ্চিত করা, ঝধহরঃধৎু খধহফ ঋরষষ ও ওহপরহবৎধঃরড়হ তৈরী করা
১৬। গবাধি পশু জবাই এর জন্য প্রয়োজনীয় সংখ্যক আধুনিক জবাইখানা নির্মাণ।
১৭। শিশু বান্ধব নগরী গড়া
২১। নিরাপদ সড়ক ব্যবস্থা করা, প্রশস্ত ফুটপাত তৈরী করা ও সাতার শেখানোর ব্যবস্থা করা ।
২২। নগরীর কেডিসি এলাকায় বরিশাল অপেরা, সু-উচ্চ বরিশাল ওয়াচ টাওয়ার, স্কাই রেস্টুরেন্ট নির্মাণ ও কীর্তনখোলা নদীতে ইধু-ঈৎঁরংব চালু করা।
২৩। বরিশাল সিটি কর্পোরেশন বর্ধিত এলাকায় নতুন পানির লাইন ও গভীর উৎপাদন নলকূপ স্থাপন
২৪। বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন রাস্তা পর্যায়ক্রমে আরসিসি দ্বারা উন্নয়ন প্রকল্প।