বরিশাল সিটি কর্পোরেশন আমরাই গড়ব আগামীর বরিশাল

ভারতীয় হাইকমিশনারকে “কী টু দ্যা সিটি অফ বরিশাল” উপহার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতি রীভা গাঙ্গুলী দাশ বরিশাল আগমন উপলক্ষে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। হোটেল গ্র্যান্ড পার্কে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর হাতে “কী টু দ্যা সিটি অফ বরিশাল” তুলে দেন মাননীয় মেয়র।