বৈদ্যুতিক শাখার কাজের তালিকা:
বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় দৈনন্দিন রাস্তার বাতির অভিযোগ সংগ্রহ, তদারক এবং তদানুযায়ী বাতির রক্ষনা-বেক্ষন, স্থাপন ও প্রতিস্থাপনের মাধ্যমে রাস্তা আলোকিত রাখার ব্যবস্থা করা হয়।
নগরীর সকল ওয়ার্ডসমূহের রাস্তায় বৈদ্যুতিক সংযোগের কোন ধরনের অভিযোগ থাকলে উহা অভিযোগ খাতায় লিপিবদ্ধ করা হলে উক্ত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা।
২টি হাইড্রোলিক বীম লিফটার ও ২টি স্কুটারের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডের প্রত্যন্ত এলাকায় গিয়ে রাস্তায় বৈদ্যুতিক সংযোগের কাজ সম্পাদন করা হয়।
যেসকল রাস্তায়/গলিতে বীম লিফটার ও গাড়ী চলাচল/ঢুকতে পারে না, সেই সব স্থানে ট্রলির সাহায্যে মই নিয়ে বৈদ্যুতিক কাজ সম্পাদন করা হয়।
নগর ভবন, এ্যানেক্স ভবন, অশ্বিনী কুমার টাউন হল, নথুল্লাবাদ বাসটার্মিনাল, রূপাতলী বাস টার্মিনাল, আমানতগঞ্জ কেন্দ্রিয় ভান্ডারসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থাপনার বৈদ্যুতিক কার্যাদি সম্পাদন করা হয়।
সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থাপনার বিভিন্ন ইলেকট্রিক, ইলেকট্রনিক্স সামগ্রীর রক্ষনা-বেক্ষন কাজ।
সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন সড়কে খুঁটি স্থাপন, প্রতিস্থাপন কাজ।
বিভিন্ন পর্ব উপলক্ষে গোরস্থান, শশ্মান আলোকায়নসহ ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠানে আলোকায়ন কাজ।
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহে নগরীর সৌন্দর্য বর্ধনে সিটি কর্পোরেশনের স্থাপনায় আলোক সজ্জার কাজে সহযোগিতা করা।
অবৈধ স্থাপনা উচ্ছেদের টেকনিক্যাল কাজে সহায়তা করা।
মাননীয় মেয়র মহোদয় ও উর্ধতন কর্মকর্তাদের আদেশে বিভিন্ন জরুরী কাজ বাস্তবায়ন করা।
বৈদ্যুতিক শাখার কর্মচারীদের তালিকাঃ
বিদ্যুৎ