বিসিসি মেয়রের সাথে ইউনিসেফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ


মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি এডুয়ার্ড বেগবেডার। বরিশাল সিটি কর্পোরেশনে শিশুদের জন্য এযাবৎকালে পরিচালিত ইউনিসেফ ও বিসিসি’র সম্মিলিত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। মিঃ এডুয়ার্ড বেগবেডার এসময় বরিশালের পিছিয়ে পড়া দুস্থ ও অসহায় শিশুদের জন্য আরো কল্যানমুখী কাজ করার আশা ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র সহধর্মিনী লিপি আবদুল্লাহ, ছোট ছেলে আরশান আবদুল্লাহ, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল হাসানসহ ইউনিসেফ ও বিসিসি-এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।