
বরিশাল-বানারীপাড়া সড়কে বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে বি এম কলেজের ছাত্রীসহ সাতজন নিহতের ঘটনায় আজ নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে উত্তেজিত শিক্ষার্থীরা। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অবরোধস্থলে ছুটে যান ও আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তিনি তাদের সকল দাবি-দাওয়া মেনে নেয়ার আশ্বাস দেন ও অবরোধ তুলে নিতে বলেন। মেয়রের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেন।

উল্লেখ্য, শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-বানাড়ীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন মাহিন্দ্রা চালক ও অন্যরা সবাই মাহিন্দ্রার যাত্রী বলে জানা যায়।