
বরিশাল সিটি কর্পোরেশন-বিসিসি এবং বরিশাল ইয়ূথ সোসাইটি-বিওয়াইএস এর সম্মিলিত উদ্যোগে আজ দুপুর ৩ টায় আগামীর বরিশাল গড়ার পরিকল্পনা নিয়ে বরিশাল নগরীর ৩০ টি ওয়ার্ড থেকে আগত ইয়ূথ এম্বাসেডরদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
সমৃদ্ধ বরিশাল গড়ার প্রত্যয় নিয়ে বিসিসির ৩০ টি ওয়ার্ড থেকে ২ জন করে ইয়ূথ এম্বাসেডর নির্বাচন করা হয়। নিজ এলাকার সকল ধরনের সমস্যা ও নাগরিক চাহিদা নিয়ে এই সকল ইয়ূথ এম্বাসেডরগণ সরাসরি বিসিসি মেয়রের প্রতিনিধি হিসেবে কাজ করবেন।
সভায় মাননীয় মেয়র তরুণদের উদ্দেশ্যে বলেন, সমাজের উন্নয়নে তরুণদের ভূমিকা অপরিসীম। তাই যে কোনো ধরনের বাধা বিপত্তি ও অনিয়ম উপেক্ষা করে কীভাবে বরিশালকে একটি যুগোপযোগী শহর হিসেবে গড়ে তোলা যায়, তা নিয়ে কাজ করতে বলেন।