বরিশাল সেইন্ট বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয় বিসিসি-বিওয়াইএস ইয়ুথ এম্বাসেডর প্রকল্পের প্রথম সভা। বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ টি ওয়ার্ডের ৬০ জন ইয়ুথ এম্বাসেডর সহ প্রায় ৯০ জন উক্ত সভায় উপস্থিত ছিলেন।

সভার প্রথমেই বিওয়াইএস এর প্রতিষ্ঠাতা ফায়েজ বেলাল বিসিসি-বিওয়াইএস ইয়ুথ এম্বাসেডর প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, অর্জন ও সফলতা বিষয়ে আলোকপাত করেন। অতঃপর আগামীর বরিশাল গড়ার জন্য এম্বাসেডরদের কাজ ও দায়িত্ব সম্পর্কে অবহিত করেন।এছাড়াও সভায় এম্বাসেডরগণ তাদের নিজ নিজ ওয়ার্ডের সমস্যার কথা তুলে ধরেন এবং আগামীর বরিশাল বিনির্মানে তাদের স্বপ্নের কথা ব্যক্ত করেন।

উল্লেখ্য, বরিশাল সিটি কর্পোরেশন ও বরিশাল ইয়ুথ সোসাইটি (বিওয়াইএস) এর অধীনে প্রায় ৭৫০ জন তরুণ-তরুনীর মধ্য থেকে ৬০ জন তরুণদের বাছাই করা হয়। প্রকল্পের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।