
বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান গতকাল নগর ভবন চত্বরে অনুষ্ঠিত হয়। এসময় বঙ্গবন্ধুকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপণ করেন মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সেই সাথে মুজিব বর্ষের ক্ষণগণনা মেশিন চালু করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ ইয়ামিন চৌধুরী, বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম – পিপিএম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার), র্যাব-৮ এর কমান্ডিং অফিসার আতিকা ইসলাম, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বিসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ এবং বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সভাপতি এ কে এম জাহাঙ্গীর ও অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও ১০ ও ১১ জানুয়ারী দুইদিন ব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। যাতে পারফর্ম করেছে জনপ্রিয় ব্যান্ড “লালন” ও “চিরকুট”।