মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে ও বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র তত্ত্বাবধানে বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের নাগরিকদের সুবিধার্থে ২৪ টি কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কেন্দ্র চালু করা হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশনের করে মোবাইলে এসএমএস পাওয়ার পরে উল্লেখিত ২৪ টি কেন্দ্রের মধ্যে নিকটস্থ যেকোনো কেন্দ্রে গেলেই ভ্যাকসিন গ্রহন করতে পারছেন নাগরিকেরা।
কেন্দ্রসমূহ হচ্ছেঃ
১। নগর মাতৃ সদন, কাউনিয়া বাঁশের হাট
২। হলিং বেরী রেড ক্রিসেন্ট হাসপাতাল, আমানতগঞ্জ
৩। সৈয়দা আনোয়ারা প্রবীণ হাসপাতাল, কাউনিয়া ব্রাঞ্চ রোড
৪। এ.কে স্কুল, গীর্জা মহল্লা৫। ডায়াবেটিক হাসপাতাল, বান্দ রোড
৬। রাহাত আনোয়ার হাসপাতাল, চাঁদমারী৭।
১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, আমতার মোড়
৮। নগর স্বাস্থ্য কেন্দ্র, আলেকান্দা জুমির খান সড়ক
৯। নগর স্বাস্থ্য কেন্দ্র, পলাশপুর বৌ বাজার
১০। নগর স্বাস্থ্য কেন্দ্র, রূপাতলী হাউজিং
১১। বিভাগীয় পুলিশ হাসপাতাল, বরিশাল
১২। এফ পি এবি, সরকারী পলিটেকনিক সংলগ্ন
১৩। রয়েল সিটি হাসপাতাল, ব্রাউন্ড কম্পাউন্ড রোড
১৪। সূর্যের হাসি ক্লিনিক, মেজর এম.এ জলিল সড়ক
১৫। মা ও শিশু কল্যাণ কেন্দ্র, কালিবাড়ী রোড
১৬। আরিফ মেমোরিয়াল হাসপাতাল, কলেজ রোড
১৭। সেইন্ট এ্যানস টিকা কেন্দ্র, অক্সফোর্ড মিশন চার্চ সংলগ্ন
১৮। সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতাল, জাগুয়া
১৯। নগর স্বাস্থ্য কেন্দ্র, বারুজ্জের হাট
২০। বরিশাল ইসলামি চক্ষু হাসপাতাল, কাশিপুর
২১। কাশিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
২২। বরিশাল সরকারী মহিলা কলেজ (নারী কেন্দ্র)
২৩। পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বাংলাবাজার
২৪। গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, রূপাতলী