
আজ (২৫ মার্চ) বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে “নিরাপদ সড়ক নিশ্চিতকরণ” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসন ও পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দের কাছে কয়েক দফা দাবি পেশ করেন।

উল্লেখ্য, গত ২৩ মার্চ শুক্রবার বরিশাল-বানারীপাড়া সড়কে বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে বরিশাল বি এম কলেজ ছাত্রীসহ সাতজন নিহতের ঘটনায় বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নগরীর নথুল্লাবাদ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরবর্তীতে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র দাবী মেনে নেয়ার আশ্বাসে শিক্ষার্থীরা বিক্ষোভ তুলে নেয়।
সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার, বরিশাল মেট্রোপলিটন কমিশনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ আরো গণ্যমান্য ব্যাক্তিবর্গ।