সম্মানিত নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অবগত আছেন, জন্ম নিবন্ধনের কেন্দ্রীয় সার্ভার আপগ্রেডের কাজ চলার কারনে বিগত কয়েকদিন ধরে সারাদেশে জন্ম নিবন্ধনের সকল কার্যক্রম বন্ধ ছিল। সম্প্রতি নিম্নোক্ত নতুন কিছু নিয়ম কানুন সহ সার্ভার চালু করা হয়েছে। যাদের জন্ম নিবন্ধন করা দরকার তারা অবশ্যই এগুলো সহ আবেদন জমা দিবেন।
birth-reg-notice-for-website