বাজার ও স্টল শাখার কাজের তালিকা:
সিটি কর্পোরেশনের মালিকানাধীন স্টলসমূহ বরাদ্দ দেয়া।
নিয়মিত স্টলের মাসিক ভাড়া আদায় করা।
আদায়কৃত বিল ভাউচার লেজারে পোষ্টিং দেয়া এবং ভাড়া আদায়ের ভাউচার মাসওয়ারী সংরক্ষণ করা।
স্টলের ভাড়াটিয়া চুক্তি সম্পাদন করা এবং মেয়াদ শেষে পূনরায় নির্ধারিত ফি গ্রহণান্তে চুক্তিপত্র নবায়ন করা।
বিধি মোতাবেক নির্ধারিত ফি গ্রহনের মাধ্যমে স্টল হস্তান্তরের অনুমতি দেয়া এবং নাম পত্তন করে চুক্তিপত্র নবায়ন করা।
সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রনাধীন ৪টি সাপ্তাহিক হাট, ১১টি দৈনিক বাজার, ৩টি বেসরকারি বাজার, ২টি টার্মিনাল, ৫টি পুকুর, ৬টি পাবলিক টয়লেট ও জবাইখানা ইত্যাদি দরপত্রের মাধ্যমে বার্ষিক ইজারা দেয়া এবং ইজারা দেয়া সম্ভব না হলে খাস আদায় করা।
মহানগরীর ৪টি পয়েন্টে পন্যবাহী ট্রাক থেকে টোল আদায় করা।
কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন মার্কেটসমূহের পরিস্কার পরিচ্ছন্নতা কাজ মনিটরিং করা।
বাজার ও স্টল শাখার কর্মচারীদের তালিকাঃ
বাজার-ও-স্টল-শাখা