বরিশাল সিটি কর্পোরেশন: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে ও রমযানে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বরিশাল সিটি কর্পোরেশনের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

আজ বুধবার (২৯ এপ্রিল) বিসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েলের নেতৃত্বে নগরীর কাউনিয়া বিসিক এলাকায় ফরচুন সু হাউজে অভিযান চালানো হয়। এসময় সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সুরক্ষা সামগ্রী ব্যবহার না করে কাজ করার কারনে ঐ প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউশন অফিসার ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন এর স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক। আরো ছিলেন ভেটেনারী সার্জন মোঃ রবিউল ইসলাম। অভিযানে বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতনতার উপর এবং দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার প্রতি বেশী জোর দেয়া হচ্ছে।