বরিশাল সিটি কর্পোরেশন আমরাই গড়ব আগামীর বরিশাল

বরিশাল সিটি কর্পোরশনের ২০২১-২০২২ অর্থবছরের বাজেট (প্রস্তাবিত) ঘোষনা

আজ ঘোষনা করা হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের ২০২১-২০২২ অর্থবছরের ৪১৫ কোটি ৭২ লক্ষ ৩৭ হাজার ৩৬৬ টাকার প্রস্তাবিত বাজেট। যা বরিশাল সিটি কর্পোরেশনের ১৯তম ও মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র ৩য় বাজেট।উল্লেখ্য, ২০১৮ সালে প্রায় ৩৫০ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে দায়িত্ব গ্রহনের পর থেকে তাঁর সুদক্ষ নেতৃত্বে বরিশাল সিটি কর্পোরেশন নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা দূরীকরণ, পানি সরবরাহ নিশ্চিতকরণ, মশক বিস্তার রোধ, রাস্তা-ঘাট আধুনিকায়ন সহ আরও অনেক কাজ সম্পাদন করে যাচ্ছে।

২০২১-২০২২ এর প্রস্তাবিত বাজেটে চলতি বছরের উন্নয়ন খাতে সর্বমোট ৩২১ কোটি ১৮ লক্ষ ৭১ হাজার ৪৩১ টাকা বরাদ্দ করা হয়েছে (যার মধ্যে নিজস্ব উৎস থেকে ৬৫.০৬ কোটি, থোক ও বিশেষ থেকে ৪৫ কোটি এবং সরকারি বেসরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে ২১১.১২ কোটি) যা সর্বমোট বাজেটের প্রায় ৭৮.৮৫ শতাংশ। যেখানে নগরীর বিভিন্ন স্থানে ভৌত ও অবকাঠামোগত নির্মাণ, পুনঃনির্মাণ ও সংরক্ষণ খাতে বরাদ্দ দেয়া হয়েছে ২৬৪ কোটি ২১ লক্ষ ২৪ হাজার ৯৯৮ টাকা। এছাড়া প্রশাসনিক ও অফিস পরিচালনা খাতে ৪১ কোটি ৪৭ লক্ষ ৬০ হাজার টাকা, কোভিড-১৯ মোকাবেলায় বিভিন্ন খাতে ৬ কোটি টাকা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে ৩৬ কোটি ১৫ লক্ষ টাকা, পানি-বিদ্যুৎ ও পরিবহন খাতে ১৯ কোটি ১৫ লক্ষ ৩৬ হাজার ৪৩৩ টাকা, সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক খাতে ৪ কোটি ১৮ লক্ষ টাকা, স্বাস্থ্য খাতে ৯ লক্ষ ৬৯ হাজার ৩৮০ টাকা, পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন খাতে ৫ কোটি ৭০ লক্ষ ৪৬ হাজার ৪৩৩ টাকা, শিক্ষা-সংস্কৃতি-খেলাধুলা ও তথ্য-প্রযুক্তি খাতে ৩ কোটি ৬৩ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ২০২০-২০২১ অর্থবছরের পরে নতুন করে কোনোরুপ কর আরোপ না করেই, ২০২১-২০২২ অর্থবছরে বরিশাল সিটি কর্পোরেশনের ১৯ বছরের সূচনালগ্ন থেকে এপর্যন্ত সবচেয়ে বেশি রাজস্ব আদায় করা হয়েছে। যার পরিমাণ ৭৭ কোটি ৭৪ লক্ষ টাকা। মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ দায়িত্ব গ্রহনের পর থেকে বিসিসি’কে দুর্নীতিমুক্ত করার প্রক্রিয়া চলমান থাকার কারনেই এই অর্জন সম্ভব হয়েছে।

পূর্ণাঙ্গ বাজেটের বইটি নিম্নে প্রকাশ করা হলোঃ