
বরিশালে শুরু হয়েছে ৭ দিন ব্যাপী আঞ্চলিক এসএমই মেলা। আজ দুপুরে র্যালির মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, বরিশাল জেলা পুলিশ সুপার, উপ-পুলিশ কমিশনার সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) এর উদ্যোগে এবং বরিশাল জেলা প্রশাসনের সহযোগীতায় বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত এ মেলায় অংশ নিচ্ছে দেশীয় পণ্যের উদ্যোক্তাদের ষ্টল। এসব স্টলে পাটজাত, হ্যান্ডিক্রাফট, চামড়াজাত, কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান, খাদ্য প্রক্রিয়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, প্লাস্টিক শিল্প, হস্ত ও কারু শিল্প, জুয়েলারী, খেলনাসহ দেশীয় এসএমই শিল্প প্রতিষ্ঠানের স্টল রয়েছে।
৩ মার্চ থেকে আগামী ৯ মার্চ পর্যন্ত (প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা) এই মেলা চলবে।