পানি সরবরাহ বিভাগের কাজের তালিকা:
বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে এবং প্লান অনুমোদন সাপেক্ষে নথির কাজ সম্পাদন করা।
জুলাই-টু-জুন অর্থ বছরের চার কিস্তিতে বিল প্রস্তুত করে বিতরন করা হয়।
বকেয়া টাকা আদায়ের জন্য টিম গঠন করে মাঠ পর্যায়ে আদায় কার্যক্রম পরিচালনা করা।
গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে নাম পরিবর্তন, ডায়া পরিবর্তন ও শিফটিং এর কাজ করা।
গ্রাহকদের ব্যাংকে জমাকৃত টাকা, গ্রাহকদের বিলের কপি, হিসাব নম্বর অনুযায়ী কম্পিউটারে ও লেজারে পোষ্টিং দেয়া।
পানির লাইনের লিক মেরামতসহ ট্যাংক ওয়াশ ও যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উহা মেরামত করা।
পাম্পসমূহ ২৪ ঘন্টা চালু রাখা এবং বিদ্যুতের লোডশেডিং এর কারনে বা যান্ত্রিক ত্রুটির কারনে পানি সরবরাহ বন্ধ থাকিলে ট্যাংক লরীর মাধ্যমে পানি সরবরাহ করা।
কর্মকর্তা/কর্মচারীদের বেতন, বোনাস, শ্রান্তি বিনোদন ভাতা ও ছুটির দিনে কাজ করার ক্ষেত্রে উহার বিল প্রস্তুত করে অনুমোদন সাপেক্ষে পরিশোধের ব্যবস্থা করা।
বিভাগীয় পর্যায়ে পাম্প ও পানির লাইনের লিক মেরামত করা।
গ্রাহকদের পানির চাহিদা পূরনকল্পে নতুন পাম্প ও পাইপ লাইন স্থাপন কাজ।
বর্তমানে ২৪০ কিঃমিঃ পাইপ লাইন ও ৪০টি উৎপাদক নলকূপ ও ৭টি ওভারহেড ট্যাংক বিদ্যমান থাকায় উহা রক্ষনাবেক্ষনের কাজ।
পানি সরবরাহ শাখার কর্মচারীদের তালিকাঃ
পানি-সরবরাহ