পরিবহন শাখা


পরিবহন শাখার কাজের তালিকা:

 বরিশাল সিটি কর্পোরেশনে জীপ, পিক আপ, হাইড্রোলিক ভিম লিফটার, কঞ্জারভেন্সী ট্রাক, ওয়াটার ট্যাঙ্কার, স্কুটার, পে-লোডার, রোড রোলার, পাওয়ার র‌্যামার ও মাইক্রোবাস মেরামত ও রক্ষণা-বেক্ষন করা হয়।

 যানবাহন সমূহ নির্ধারিত ড্রাইভারের মাধ্যমে চালনার কাজ নিশ্চিত করা হয়।

 নতুন যানবাহন ক্রয় সংক্রান্ত কার্যাদী সম্পাদন করা হয়।

 বিভিন্ন যানবাহনসমূহে সিলিং অনুযায়ী জ্বালানী সরবরাহ করা হয়।

 যানবাহনসমূহ মেরামত, রিপেয়ার, রং করনসহ যাবতীয় কাজ করা হয়।

 রোড-রোলার ভাড়া দেয়া সংক্রান্ত কাজ করা হয়।

পরিবহন শাখার কর্মচারীদের তালিকাঃ

পরিবহন