পরিচ্ছন্নতা বিভাগের কাজের তালিকা:
মহানগরীর ৩০টি ওয়ার্ডের রাস্তা ঝাড়– দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং ড্রেন, ঝোপ-ঝাড়, নালা ইত্যাদি পরিস্কার রাখা।
নগর ভবন, এ্যানেক্স ভবন, বাস টার্মিনাল, হাটবাজার, কবরস্থান, শশ্মান ইত্যাদিসহ সিটি কর্পোরেশনের স্থাপনা ও অন্যান্য প্রতিষ্ঠান ও উহার আঙ্গিনা, রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্নতা রাখার কাজ বাস্তবায়ন কর।
মহানগরী এলাকায় মশা নিধনের জন্য ওয়ার্ডে ওয়ার্ডে স্প্রে /ফগার মেশিনের সাহায্যে মশার ঔষধ দেওয়া।
বেওয়ারিশ কুকুর নিধনের জন্য কুকুর মেরে গর্ত করে উহা পুতে রাখা।
ময়লা সংগ্রহ করে উহা ভ্যান গাড়ী, লরি ও ট্রাকের মাধ্যমে নিদ্দিষ্ট স্থানে অপসারন করা।
মাননীয় মেয়র/উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য কার্যক্রম সম্পাদন করা হয়।