বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন নিম্নবর্ণিত পদে ০৩ (তিন) বছর মেয়াদী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক জনবল নিয়ােগের লক্ষ্যে যােগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
১। সিস্টেম ম্যানেজারঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে তথ্য প্রযুক্তি সিএসই (CSE) – তে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করতে হবে এবং ২ (দুই) বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে তথ্য প্রযুক্তি/যােগাযােগ/সিএসই (CSE)-তে স্নাতকোত্তর ডিগ্রীধারী অথবা ইলেকট্রনিক্স/যােগাযােগ/কম্পিউটার বিজ্ঞান-এ স্নাতকোত্তর ডিগ্রী। কম্পিউটার প্রোগ্রামিসহ ইলেকট্রনিক্স ডাটা প্রসেসিং-এ ৫ (পাঁচ) বছরের অতিতা থাকতে হবে। Linux Operating System ব্যবহার, MYSQL Database সহ সকল ধরনের ডেটাবেজ ম্যানেজমেন্টে পারদর্শী হতে হবে।
২। সফটওয়্যার ইঞ্জিনিয়ারঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থ বিজ্ঞান, ফলিত পদার্থ বিজ্ঞান, গণিত বা পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রী অথবা কম্পিউটার বিজ্ঞান, কম্পিটার প্রকৌশল বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনােলজিতে ৪ (চার) বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রী।
কোন স্বীকৃত প্রতিষ্ঠানে কম্পিউটার সফটওয়্যার সংক্রান্ত কাজে অন্তত ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা। তবে শর্ত থাকে যে, কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনােলজি স্নাতকোত্তর ডিগ্রীধারীদের ক্ষেত্রে অন্যুন ২ (দুই) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
Node, Js/Python, Linux Operating System ব্যবহারে পারদর্শী হতে হবে।
উল্লেখ্য, কোন স্বীকৃত পেশাদার কম্পিউটার সােসাইটির সহযোগী সদস্য সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
৩৷ নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল, ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনােলজি বা টেলিকমিউনিকেশন প্রকৌশলে ৪ (চার) বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রী;
কোন স্বীকৃত প্রতিষ্ঠানে কম্পিউটার হার্ডওয়্যার ও নেটওয়ার্ক সংক্রান্ত কাজে অন ৫ (পাঁচ) বহুরের অভিজ্ঞতা থাকতে হবে।
তবে শর্ত থাকে যে, কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনােলজি স্নাতকোত্তর ডিগ্রীধারীদের ক্ষেত্রে অন্যুন ২ (দুই) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
Linux Operating System ব্যবহারে পারদর্শী হতে হবে।
৪। সহকারী সিস্টেম ম্যানেজারঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে তথ্য প্রযুক্তি/ইলেকট্রনিক্স/যােগাযােগ/সিএসই (CSE)-তে স্নাতকোত্তর ডিগ্রীধারী অথবা কম্পিউটার বিজ্ঞান-এ স্নাতক ডিগ্রীসহ ২ (দুই) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
Database Management, Computer Programing ও Linux Operating System ব্যবহারে পারদর্শী হতে হবে।
উল্লেখ্য, কোন স্বীকৃত পেশাদার কম্পিউটার সােসাইটির সহযোগী সদস্য সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
৫। সহকারী নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল, ইনফরমেশন কমিউনিকেশন টেকনােলজি বা টেলিকমিউনিকেশন প্রকৌশলে ৪ (চার) বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রীধারী হতে হবে। স্ট্যান্ডার্ড এ্যাপটিচ্যুড টেস্টে উত্তীর্ণ ও Linux Operating System ব্যবহারে পারদর্শী হতে হবে।
উল্লেখ্য, কোন স্বীকৃত পেশাদার কম্পিউটার সােসাইটির সহযোগী সদস্য সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
৬। ওয়েব ডিজাইনার ও ডেভেলপারঃ যেকোন বিষয়ে স্নাতক পাশ হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযােগ্য। ওয়েবসাইট ডিজাইনসহ নিজস্ব আইডিয়া থেকে ওয়েবসাইটের জন্য টেম্পলেট ডিজাইন অভিজ্ঞতা থাকতে হবে। এইচটিএমএল, সিএসএস, বেসিক ফটোশপ, জাভাস্ক্রিপ্ট, জেক্যুয়েরি, সিএসএস ফ্রেমওয়ার্ক যেমনঃ বুটস্ট্রাপ এ পারদর্শী হতে হবে এবং প্রফেশনার পাের্টফোলিও (Portfolio) থাকতে হবে।
যেকোনো ধরনের CMS যেমন – WordPress, Joomla ইত্যাদিতে দক্ষ হতে হবে।
নিজস্ব ডােমেইন বা হােষ্টিং এ টেমপ্লেট অন্তর্ভূক্তদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। সংশ্লিষ্ট পদে ২ (দুই) বছরের অভিজ্ঞতাসহ ওয়েব ডিজাইন-এ ৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৭। ভিডিও এডিটরঃ যেকোন বিষয়ে স্নাতক পাশ হতে হবে। তবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা শিথিলযােগ্য। ভিডিও এডিটিং-এ ন্যূনতম ৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। After Effect/Adobe Premier pro ব্যবহারসহ 3D Modeling- এ পারদর্শী হতে হবে।
৮। ইমেজ এডিটরঃ শিক্ষাগত যোগ্যতা নুন্যতম এস,এস,সি/এইচ,এস,সি পাশ হতে হবে।
বেসিক কম্পিউটার/ইন্টারনেট জ্ঞান থাকা আবশ্যক।
Adobe Photoshop ও Adobe Illustrator ব্যবহারে পারদর্শী হতে হবে এবং নুন্যতম ৩ (তিন) বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
ক্লিপিং পাথ(Clipping path) এ অত্যন্ত দক্ষ হতে হবে।
ইংরেজী তে ভালাে ধারনা (লিখিত + মৌখিক) থাকতে হবে।
B-02
আবেদনপত্রের সাথে আবশ্যকীয় দাখিলযােগ্য কাগজপত্র
১। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত মূল চারিত্রিক সনদপত্র। এছাড়া, সকল শিক্ষাগত যােগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ (প্রযােজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের কপি এবং সম্প্রতি তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি ও প্রযােজ্ অন্যান্য কাগজপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
২। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইসুকৃত নাগরিক সনদপত্র।
৩। আবেদনকৃত পদের নামসহ, আবেদনকারীর নাম (স্পষ্টাক্ষরে), পিতা/মামীর নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ (২৫/০৩/২০২০ খ্রিঃ তারিখে বয়স), নাগরিকত্ব/জাতীয়তা, নিজ জেলা, শিক্ষাগত যােগাতা (বাের্ড/বিশ্ববিদ্যালয়, বিভাগ, সন, ইত্যাদি উল্লেখসহ), অভিজ্ঞতা (প্রযােজ্য ক্ষেত্রে) ইত্যাদি উল্লেখপূর্বক জীবন বৃত্তান্তসহ ডাকটিকেট সংযুক্ত ফেরৎ খামে আবেদনকারীর পূর্ণ ঠিকানাসহ আবেদনপত্র আগামী ২২/১২/২০২০ খ্রি: তারিখের মধ্যে মাননীয় মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন, নগর ডবন, বরিশাল, বরাবর পৌছাতে হবে।
৪। আবেদনপত্রের সাথে “মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন” এর অনুকূলে ক্রমিক নং-১,২ ও ৩ এর জন্য ১,০০০/- (এক হাজার) টাকা, ক্রমিক
নং- ৪ ও ৫ এর জন্য ৫০০/- (পাঁচ শত) টাকা এবং ক্রমিক নং- ৬, ৭ ও ৮ এর জন্য ৩০০/- (তিন শত) টাকা মূল্যমানের অফেরৎযােগ্য পে
অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত পূর্বক উহার নম্বর আবেদনপত্রে উল্লেখ করতে হবে কোন পােষ্টাল অর্ডার গ্রহণযােগ্য নয়)।
৫। চাকুরীরত প্রার্থীদের স্ব-স্ব নিয়ােগ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে।
৬। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং ভুল তথ্য সম্বলিত বা বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিলযােগ্য বলে গণ্য হবে।
৭। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং তার জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময়
মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।
৮। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি, বাতিল প্রত্যাহার এর সকল ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়ােগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক জনবল নিয়ােগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি জারী করা হলাে।