
বরিশাল সিটি কর্পোরেশন এর উদ্যোগে একুশে পদকপ্রাপ্ত গুনীজন, সর্বজন শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন এর প্রয়ানে নাগরীক শোক সভার আয়োজন করা হয়েছে। আগামী ২২ মার্চ ২০১৯ খ্রিঃ শুক্রবার বিকেল ৫টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শোক সভাটি অনুষ্ঠিত হবে।
শোক সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি। আলোচক থাকবেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি, সংস্কৃতিজন সাহান আরা বেগমসহ অন্যান্যরা। সভায় সভাপতিত্ব করবেন বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
উক্ত নাগরিক শোকসভায় আপনার সবান্ধব উপস্থিতি প্রত্যাশা করছেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।