বরিশাল সিটি কর্পোরেশন আমরাই গড়ব আগামীর বরিশাল

দূর্যোগ প্রস্তুতি দিবস-২০১৯ পালিত

দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” স্লোগানে আজ সারা দেশের মতো বরিশালেও পালিত হলো জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০১৯

আজ সকালে বর্নাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও মহড়া প্রদর্শনের মাধ্যমে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার) , উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব এস এম অজিয়র রহমান।
এসময় বক্তারা দূর্যোগের পূর্ব প্রস্ততি, দূর্যোগকালীন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, দূর্যোগ পরবর্তী পদক্ষেপসমূহ নিয়ে আলোকপাত করেন।