বরিশাল সিটি কর্পোরেশন আমরাই গড়ব আগামীর বরিশাল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

দেশব্যাপী নানা আয়োজনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে আজ। সারাদেশের মতো বরিশালেও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র‍্যালী, শিশু সমাবেশ ও চিত্রাঙ্গণ প্রতিযোগীতার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালিত হয়।

বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে আজ বেলা ৩ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নগরীর জিলা স্কুল মোড় থেকে র‍্যালী শুরু হয়ে প্লানেট ওয়ার্ল্ড পার্ক পর্যন্ত গিয়ে শেষ হয়। র‍্যালীর নেতৃত্ব দেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। র‍্যালী শেষে প্লানেট ওয়ার্ল্ড পার্ক মাঠে শিশু সমাবেশ ও শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

এই প্রতিযোগীতায় অংশ নেয় বরিশালের বিভিন্ন স্কুলের প্রায় ৪০০ শিশু। চিত্রাঙ্কন প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। প্রতিযোগীতা শেষে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মেয়র বলেন, “আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। তারাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নপূরণ করবে।”