বরিশাল সিটি কর্পোরেশন আমরাই গড়ব আগামীর বরিশাল

চকবাজারের অগ্নিকান্ডের ঘটনায় শোক প্রকাশ

ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। পাশাপাশি তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারী রাত ১০টা ১০ মিনিটে নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। রাতে পৌনে একটার দিকে পাশের কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় প্রায় ৭৮ জন জনের মৃত্যুর খবর নিশ্চিত হলেও মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।