বরিশাল সিটি কর্পোরেশন আমরাই গড়ব আগামীর বরিশাল

কোভিড-১৯ (কোভিশিল্ড) ভ্যাকসিনের ২য় ডোজ সম্পর্কিত বিশেষ ঘোষনা!


ইতিপূর্বে যারা অক্সফোর্ড এস্ট্রাজেনেকার – এর কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহন করেছেন, তাঁরা আগামীকাল ১০ আগস্ট ২০২১ থেকে “বরিশাল ক্লাব” কেন্দ্রে গিয়ে ২য় ডোজের ভ্যাকসিন গ্রহন করতে পারবেন। কোভিশিল্ড ভ্যাকসিন প্রদানের জন্য শুধুমাত্র বরিশাল ক্লাবে কেন্দ্র স্থাপন করা হয়েছে। বরিশাল ক্লাব কেন্দ্র ব্যতীত অন্য কোথাও কোভিশিল্ড ভ্যাকসিন প্রদান করা হবে না। অন্যান্য সকল কেন্দ্রে নিয়মিতভাবে মডার্না ভ্যাকসিন প্রদান চলমান থাকবে।

আগামীকাল থেকে প্রতিদিন (সাপ্তাহিক ও সরকারী ছুটির দিন ব্যতীত) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২টি বুথের মাধ্যমে কোভিশিল্ড ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলবে।
উল্লেখ্য, শুধুমাত্র যাদের ২য় ডোজের SMS মোবাইলে এসেছে, তাঁরাই কেবলমাত্র ভ্যাকসিন গ্রহনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। যাদের SMS আসেনি, নির্দিষ্ট সময়ে পর্যায়ক্রমে সকলের মোবাইলে SMS চলে যাবে।

বিঃদ্রঃ কোভিশিল্ড এর ২য় ডোজ সম্পর্কিত বিস্তারিত আরও তথ্য জানতে বা কোনো সমস্যার কথা জানাতে যোগাযোগ করুন এনেক্স ভবনের ২য় তলায় আমাদের তথ্য ও অনুসন্ধান কেন্দ্রে।অথবা কল করুনঃ ০১৭৫৮-৯৮০০৮৮, ০১৬৩৯-৫০১৫৫১ ও ০১৭৩৬-৫৬৩৫০৩ এই নম্বরে।