কর ধার্য শাখার কাজের তালিকা:
গৃহ/স্থাপনা নির্মানের পর গ্রাহকের স্থাপনা পরিদর্শন পূর্বক হোল্ডিং নম্বর প্রদান করা।
হোল্ডিং নম্বরের অনুকুলে গৃহ/স্থাপনার ধরন অনুযায়ী তার বাৎসরিক কর নির্ধারনে নোটিশ প্রদান করা।
কোন গ্রাহক স্থাপনা পরিবর্তন করলে তার উপর নোটিশ প্রদানের মাধ্যমে যথাযথ নিয়ম মোতাবেক নতুন করে কর নির্ধারন করা।
গৃহ/স্থাপনার মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত ফি জমায়ন্তে হোল্ডিং এর নাম পরিবর্তন করা হয়।
হোল্ডিংসমূহের তথ্য হাতখাতা, রেজিষ্টার ও কম্পিউটারে লিপিবদ্ধ করা।
প্রতি ৫ বছর পর পর এ্যাসেসমেন্ট কার্যক্রম পরিচালনা করা।
এ্যাসেসমেন্টের মাধ্যমে ধার্যকৃত করের বিষয়ে গ্রাহকের আপত্তির ভিত্তিতে রিভিউ বোর্ডের মাধ্যমে নিস্পন্ন করা।
প্রত্যেক নাগরিককে হোল্ডিং এর হোল্ডিং নম্বর ব্যবহারে উদ্ধুদ্ধ করা এবং নাম্বার প্লেট সরবরাহ করা।
কর ধার্য শাখার কর্মচারীদের তালিকাঃ
কর-ধার্য