কর আদায় শাখার কাজের তালিকা:
বরিশাল সিটি কর্পোরেশনের প্রত্যেক গ্রাহককে বছরে প্রয়োজনানুসারে ৪ বার বিল বই পৌছান।
বকেয়া টাকার জন্য তাগাদা ও নোটিশ প্রদান করা।
নোটিশ প্রদানের পরেও পরিশোধ না করলে মাল ক্রোকের মাধ্যমে টাকা আদায় করা।
ব্যাংক থেকে প্রতিদিন গ্রাহকের জমাকৃত বিলের ভাউচার সংগ্রহ করা।
ব্যাংক থেকে সংগৃহিত ভাউচার কম্পিউটারে পোষ্টিং এর পরে মূল রেজিষ্টারে লিপিবদ্ধ করা।
কম্পিউটারাইজড পদ্ধতিতে বিল প্রদানের প্রেক্ষিতে প্রতি ত্রৈমাসিক কোয়ার্টারের বিল জেনারেশন করার মাধ্যমে দাবী ও আদায়ের হিসাব সংরক্ষণ করা।
কর আদায় শাখার কর্মচারীদের তালিকাঃ
কর