বরিশাল সিটি কর্পোরেশন আমরাই গড়ব আগামীর বরিশাল

এস ডি জি বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

আজ ২৪ ফেব্রুয়ারী বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জনাব মোঃ আবুল কালাম আজাদ, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জনাব ফয়েজ আহম্মদ, সচিব জনপ্রশাসন মন্ত্রনালয় এবং জনাব মোঃ আবদুল হালিম, ভারপ্রাপ্ত সচিব, শিল্প মন্ত্রনালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার জনাব রাম চন্দ্র দাস।

এ সময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, বিসিসি-এর সকল উন্নয়ন কর্মকান্ডে তিনি এসডিজি-কে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন।
এছাড়াও বক্তারা স্থানীয় পর্যায়ে কীভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন করা যায় তা নিয়ে আলোকপাত করেন।